নওগাঁর ধামইরহাটে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. খলিলুর রহমান (খামারবাড়ি, নওগাঁ)। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার কু-ু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, মিলন কুমার, লাবনী খাতুনসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা। কর্মশালা আয়োজন সংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ‘আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত)’ এর আওতায় উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৬০ জন কৃষককে এই দুই দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন