চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রামনগর সড়কে আলমসাধু ও ব্যাটারিচালিত পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে আলমসাধু চালক মাহফুজ রানা (২২) নিহত হয়েছেন। গত শনিবার রাত ৮টার দিকে ভালাইপু-রামনগর সড়কের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজ রানা নতিপোতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালিয়াবকরি রুদ্রপুর গ্রামের পশ্চিমপাড়ার হযরত আলীর ছেলে। উদ্ধারকারী ইমদাদুল হক জানান, ‘আমরা কাজ শেষে বাড়ি ফিরছিলাম। পাখিভ্যানের লাইটের তীব্র আলো আলমসাধু চালকের চোখে লাগলে তিনি নিয়ন্ত্রণ হারান এবং মুখোমুখি সংঘর্ষ ঘটে। পাখিভ্যানচালক সামান্য আহত হন। মাহফুজকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাসিম উজ জামান বলেন, ‘মাথায় গুরুতর আঘাত নিয়ে রোগীকে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন