সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০৬:৫২ এএম

জনপ্রিয় হচ্ছে স্বর্জন পদ্ধতিতে আগাম জাতের শিম চাষ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০৬:৫২ এএম

জনপ্রিয় হচ্ছে স্বর্জন পদ্ধতিতে  আগাম জাতের শিম চাষ

ভোলার চরফ্যাশন উপজেলায় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে স্বর্জন পদ্ধতিতে আগাম জাতের শিম চাষ। চারদিকে নদীবেষ্টিত এ অঞ্চলে বর্ষা ও জলোচ্ছ্বাসের কারণে অনেক সময় জমি দীর্ঘদিন পানি আটকিয়ে রাখে। ফলে মৌসুমি চাষ বাধাগ্রস্ত হয়। কিন্তু গত কয়েক বছর ধরে স্বর্জন অর্থাৎ উঁচু বেড বা উঁচু কূপ তৈরি করে সবজি উৎপাদন পদ্ধতিটি কৃষকদের কাছে যেন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। বিশেষ করে আগাম জাতের শিম চাষে এ পদ্ধতি এখন লাভজনক এক চাষাবাদ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।

জানা যায়, এবার কৃষকরা প্রচলিত চাষ পদ্ধতির তুলনায় স্বর্জন পদ্ধতিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। কারণ এই পদ্ধতিতে পানি নিষ্কাশন সহজ, মাটির উর্বরতা ধরে রাখা সম্ভব, পাশাপাশি গাছের শিকড়ও ভালোভাবে বেড়ে ওঠে। ফলে গাছ দ্রুত বড় হয় এবং আগাম সময়ে ফলন পাওয়া যায়। বাজারে আগাম শিমের চাহিদা ও দাম দুটোই বেশি হওয়ায় কৃষকরা বলছেন, এ পদ্ধতিতে বিনিয়োগের বিপরীতে লাভও তুলনামূলক বেশি।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে উপজেলার আসলামপুর, ওমরপুর, চর মাদ্রাজ, আমিনাবাদ, এওয়াজপুর, জিন্নাগড়, হাজারীগঞ্জ ইউনিয়নে কৃষকরা রুপবান জাতের আগাম শিম চাষাবাদ করছেন। এই বছরে শিম চাষের লক্ষ্যমাত্রা ছিল ৪০৫ হেক্টর জমি। কৃষকরা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৪২৫ হেক্টর জমিতে শিম চাষাবাদ করেছেন। এবং ৮০০ কৃষক এই শিম চাষাবাদের যুক্ত রয়েছেন। কৃষকরা বলছেন, এই বছরে আবহাওয়া ও ফলন ভালো হলে লাভবান হবেন তারা। শীতের শুরুতে কৃষকরা প্রতি কেজি শিম ১৫০ টাকা করে বিক্রি করেছেন। বর্তমানে ৭০-৮০ টাকা দরে শিম বিক্রি করছেন।

কৃষক আবু তাহের বলেন, ‘এক সময়ে স্বর্জন পদ্ধতি ছাড়া সবজি চাষাবাদ করেছিলাম, কখনো লোকসান, কখনো লাভবান হয়েছি। তবে এখন পুরো বছরেই স্বর্জন পদ্ধতিতে বিভিন্ন প্রকার সবজি চাষাবাদ করছি। এ বছরেই আমি ২৪০ শতাংশ জমিতে রুপবান জাতের আগাম শিম চাষ করছি। এতে প্রায় ৩ লাখ টাকার মতো খরচ হয়েছে। ফলন ভালো হলে প্রায় ১০ লাখ টাকার সবজি বিক্রি করতে পারব।

কৃষক ইউছুফ বলেন, ‘দুই মাস আগে স্বর্জন পদ্ধতিতে শিম চাষ শুরু করেছি। আগাম তোলায় ৬০ হাজার টাকার শিম বিক্রি করেছি। আমি চলতি মৌসুমে ২ একর ৫০ শতাংশ জমিতে শিমের আবাদ করছি। আবহাওয়া ও ফলন ভালো হলে শেষ পর্যন্ত ১০ থেকে ১২ লাখ টাকার শিম বিক্রি করতে পারব। তবে স্বর্জন পদ্ধতিতে বিভিন্ন ধরনের সবজি উৎপাদনের কারণে তেমন ঝুঁকি থাকে না।’

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা বলেন, ‘দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলাটি সবজি চাষের জন্য বিখ্যাত। স্বর্জন পদ্ধতিতে বছর ব্যাপী প্রায় ৭ হাজার হেক্টর জমিতে সবজি চাষ করছে কৃষকরা। তবে শীতকালীন সবজির মধ্যে কৃষকরা রুপবান জাতের আগাম শিম চাষাবাদ করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। এই পদ্ধতিতে সবজি চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কৃষকদের কাছে। আমরা সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিয়ে আসছি।’

 

রূপালী বাংলাদেশ

Link copied!