বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ১১:৩৭ পিএম

রাশিয়ার সঙ্গে বাণিজ্য করলে নিষেধাজ্ঞায় পড়বে ভারত-ব্রাজিল-চীন: ন্যাটো মহাসচিব

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ১১:৩৭ পিএম

রাশিয়ার সঙ্গে বাণিজ্য করলে নিষেধাজ্ঞায় পড়বে ভারত-ব্রাজিল-চীন: ন্যাটো মহাসচিব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকে হুমকি দিলেন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) মহাসচিব মার্ক রুট। স্থানীয় সময় গতকাল তিনি এ হুমকি দেন বলে এনডিটিভি জানিয়েছে। ন্যাটো মহাসচিব বলেছেন, ব্রাজিল, চীন এবং ভারতের মতো দেশগুলো যদি রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যায় তবে তারা দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞায় পড়তে পারে। এতে খুব বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এক দিন আগেই ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, রাশিয়া যদি ৫০ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ থামাতে প্রস্তুত না হয়, তাহলে তাদের ওপর শতভাগ শুল্কারোপ করা হবে। রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর দ্বিতীয় পর্যায়ের শুল্ক বসানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিন। এবার ভারতসহ অন্য কয়েকটি দেশের নাম উল্লেখ করে ট্রাম্পের হুমকির পুনরাবৃত্তি করে ন্যাটো মহাসচিব মার্ক রুট বলেন, ‘এই তিনটি দেশের প্রতি আমার আগ্রহ। বিশেষ করে যদি আপনি এখন বেইজিংয়ে থাকেন, দিল্লিতে থাকেন অথবা আপনি ব্রাজিলের প্রেসিডেন্ট হন, তাহলে আপনি এটি একবার দেখে নিতে পারেন। কারণ এটি আপনার ওপর খুব বেশি প্রভাব ফেলতে পারে।’ মার্ক রুট বলেন, ‘দয়া করে ভøাদিমির পুতিনকে ফোন করুন এবং তাকে বলুন, শান্তি আলোচনার বিষয়ে গুরুত্বসহকারে কাজ করতে হবে। অন্যথায় এটি ব্রাজিল, ভারত এবং চীনের ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলবে।’

ইন্দোনেশিয়ার সঙ্গে নতুন চুক্তি আমেরিকার, শুল্ক নামল ১৯ শতাংশে
ইন্দোনেশিয়ার সঙ্গে একটি বাণিজ্যচুক্তি করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এ চুক্তির ফলে ইন্দোনেশিয়ার পণ্যের ওপর আমেরিকার আরোপ করা শুল্ক ১৯ শতাংশে নেমে এসেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। স্থানীয় সময় গত মঙ্গলবার ইন্দোনেশিয়ার সঙ্গে এ চুক্তি ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানান, ইন্দোনেশিয়া থেকে আসা পণ্যের ওপর আমেরিকা ১৯ শতাংশ শুল্কারোপ করবে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির সঙ্গে শিগগিরই আরও কয়েকটি চুক্তি হবে। একই সঙ্গে ওষুধের ওপর পরিকল্পিত নতুন শুল্ক নিয়েও জানান ট্রাম্প। ট্রাম্প আবারও জোর দিয়ে জানান, বাণিজ্য ঘাটতি কমাতে আরও ‘সুষ্ঠু’ শর্তে চুক্তি চায় আমেরিকা। ছোট ছোট অনেক দেশের জন্য শুল্কহার নির্ধারণে শিগগিরই চিঠি পাঠানো হবে বলে জানান তিনি।

এর আগে গত সপ্তাহে ইন্দোনেশিয়ার পণ্যের ওপর ৩২ শতাংশ শুল্কারোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। দেশটির সরকারের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছিল, ওই শুল্ক আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। তবে নতুন করে আরোপ হওয়া শুল্ক কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!