কুয়েতে দেশব্যাপী বিশেষ অভিযানে বিভিন্ন দেশের ১৪ নারী ভিক্ষুককে আটক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফের নির্দেশনা এবং নাগরিকত্ব ও আবাসন খাতের প্রধানের তত্ত্বাবধানে আবাসন বিষয়ক তদন্ত বিভাগ একযোগে এই অভিযান চালায়।
এতে ৭ জন জর্ডানিয়ান, ৩ জন ভারতীয়, ২ জন বাংলাদেশি, ১ জন শ্রীলঙ্কান এবং ১ জন সিরীয় নারীকে গ্রেপ্তার করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনের ধারা ২২ (ডিপেনডেন্ট ভিসা) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধারায় আইনভঙ্গকারী ও তাদের স্পন্সর উভয়কেই বহিষ্কারের বিধান রয়েছে। এ ছাড়া ধারা ১৮ (প্রাইভেট সেক্টর এমপ্লয়মেন্ট ভিসা) অনুযায়ীও ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্পন্সর ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে জনশক্তি কর্তৃপক্ষের সহযোগিতায় অতিরিক্ত আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানায়, আবাসন ও শ্রম আইন ভঙ্গের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। জবাবদিহিতাকর্মী ও নিয়োগকর্তা উভয়ের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। ভিক্ষাবৃত্তি সমাজের জন্য ক্ষতিকর এবং আইনবিরোধী বলেও উল্লেখ করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন