ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

খোঁজ নেই এক লাখ ৩০ হাজার মানুষের, মেক্সিকোজুড়ে বিক্ষোভ

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৯:০৫ এএম
মেক্সিকো

মেক্সিকোতে নিখোঁজ এক লাখ ৩০ হাজার মানুষের সন্ধানের দাবিতে হাজারো মানুষ রাস্তায় নেমেছে। রাজধানী মেক্সিকো সিটি, গুয়াদালাহারা, করদোবা ও আরও বেশ কয়েকটি শহরে নিখোঁজদের স্বজন, মানবাধিকারকর্মী ও সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবামের সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে নিখোঁজদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত। মেক্সিকোতে ১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ হওয়ার ঘটনায় দেশটির জনগণ ক্ষুব্ধ। ২০০৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট ফেলিপে ক্যালদেরন কর্তৃক ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণার পর থেকে এই নিখোঁজের সংখ্যা দ্রুত বাড়তে থাকে, যা বর্তমানে প্রায় দেড় লাখে পৌঁছেছে। খবর বিবিসির।

গুমের ঘটনা প্রকাশ্যে আনতে এবং তা বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপের দাবিতে নিখোঁজদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং মানবাধিকারকর্মীরা মেক্সিকো সিটি, গুয়াদালাহারা, কর্দোভা ও অন্যান্য শহরের রাস্তায় নেমে এসেছেন। এ সময় তারা প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবামের সরকারের কাছে ন্যায়বিচার চেয়েছেন এবং নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বের করতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। নিখোঁজদের পরিবারের দাবি, তাদের প্রিয়জনদের জোর করে মাদক চক্রে নিয়োগ করা হয়েছে এবং রাজি না হওয়ায় তাদের হত্যা করা হয়েছে। যদিও এসব ঘটনায় মূলত মাদক চক্র এবং অন্যান্য অপরাধীদল দায়ী, তবে নিরাপত্তা বাহিনীও এসবের জন্য দায়ী বলে অভিযোগ করা হয়।