ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

ভয়েস অব আমেরিকার প্রায় ৫০০ সাংবাদিককে ছাঁটাইয়ের উদ্যোগ ট্রাম্প প্রশাসনের

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৯:০৬ এএম
ট্রাম্প

ভিওএ-এর মূল সংস্থা এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার (ইউএসএজিএম) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কেরি লেক বলেন, এ সিদ্ধান্তের ফলে ফেডারেল আমলাতন্ত্র কমবে, সেবার মান উন্নত হবে ও আমেরিকার জনগণের অর্থ সাশ্রয় হবে। তবে কর্মীদের প্রতিনিধিত্বকারী একটি ইউনিয়ন এই পদক্ষেপকে অবৈধ বলে দাবি করেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল অর্থায়নে পরিচালিত সংবাদ সংস্থা ভয়েস অব আমেরিকার (ভিওএ) প্রায় ৫০০ কর্মীকে ছাঁটাই করার পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ভিওএকে ‘চরমপন্থি’ আখ্যা দিয়ে এর কার্যক্রম সীমিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। খবর বিবিসির।

ভিওএ-এর মূল সংস্থা এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার (ইউএসএজিএম) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কেরি লেক বলেন, এ সিদ্ধান্তের ফলে ফেডারেল আমলাতন্ত্র কমবে, সেবার মান উন্নত হবে ও আমেরিকার জনগণের অর্থ সাশ্রয় হবে। তবে কর্মীদের প্রতিনিধিত্বকারী একটি ইউনিয়ন এই পদক্ষেপকে অবৈধ বলে দাবি করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের প্রচারণার বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে ভিওএ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি একটি বড় আন্তর্জাতিক সম্প্রচার প্রতিষ্ঠান। ইউএসএজিএম জানিয়েছে, মোট ৫৩২টি পদ বাতিল করা হবে, যার বেশির ভাগই ভিওএ’তে। একটি আদালতের নথি অনুযায়ী, এই ছাঁটাইয়ের পর ভিওএ’তে মাত্র ১০৮ জন কর্মী অবশিষ্ট থাকবেন। এর আগে, গত জুনে কেরি লেক ৬৩৯ জন কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু নথিসংক্রান্ত ত্রুটির কারণে পরে আবার সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়। কিছু কর্মী এই সিদ্ধান্ত ঠেকাতে মামলা করেছেন।