ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি মারা গেছেন

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১২:২৬ এএম

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার সকালে তিনি মারা যান বলে সৌদি রাজকীয় আদালতের বরাতে আল আরাবিয়া জানিয়েছে। সৌদি বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গ্র্যান্ড মুফতির পরিবার, সৌদি জনগণ এবং মুসলিম বিশ্বের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক বিবৃতিতে তারা বলেন, গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খের ইন্তেকালে সৌদি আরব এবং মুসলিম বিশ্ব একজন বিশিষ্ট প-িতকে হারালো যিনি ইসলাম এবং মুসলমানদের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।

জানা যায়, রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে আজ ʿআসর নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে। এ ছাড়া মসজিদে হারাম ও মসজিদে নববিসহ দেশের সব মসজিদে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। এ মর্মে বাদশাহ নির্দেশও জারি করেছেন। শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন। ২০১৬ সালে তিনি বার্ধক্যের কারণে অবসর নেন। শেখ আবদুল আজিজ আল শেইখ ১৯৪৩ সালের ৩০ নভেম্বর মক্কায় জন্মগ্রহণ করেন। শৈশবেই দৃষ্টি হারান তিনি। ছোটবেলাতেই মুখস্ত করেন গোটা কোরআন। পরে শরিয়া বিদ্যায় উচ্চতর শিক্ষা লাভ করেন। তার অসীম অধ্যবসায় ও পা-িত্য তাকে এক অনন্য স্তরে পৌঁছে দিয়েছে।