মেক্সিকোতে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা-ভূমিধসে অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৬৫ জন এখনো নিখোঁজ আছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দেশটির কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মৌসুমি ঝড় প্রিসিলা ও রেমন্ডের প্রভাবে গত সপ্তাহে ভারী বর্ষণ হয় মেক্সিকোতে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুসারে, শুধু ভেরাক্রুজেই তিন দিনে ৫৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
৯ অক্টোবরের পর থেকে ঝড় ও বৃষ্টির প্রভাব কমতে থাকে। ভারী বৃষ্টিতে রাস্তাঘাট প্লাবিত হয়, ভূমিধসের ঘটনা ঘটে। সড়ক ও সেতু ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যাহত হচ্ছে। দুর্যোগ মোকাবিলা দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, প্রবল বৃষ্টির জেরে দেশের বিভিন্ন স্থানে ভূমিধস হয়েছে। ঝড়ো হাওয়ায় অনেক এলাকায় গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে বাড়িঘরের ওপর পড়েছে। দেশটির প্রেসিডেন্ট ক্লৌদিয়া শেনবম জানান, উদ্ধার কাজে সহায়তার জন্য প্রায় ১০ হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। উদ্ধার কাজে নৌকা, উড়োজাহাজ ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। বন্যায় বিপর্যস্তদের জন্য জরুরি খাবার ও পানি পৌঁছে দেওয়া হচ্ছে। বন্যায় গৃহহীনদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। হেলিকপ্টার দিয়ে দূরবর্তী মানুষদের কাছে খাবার ও পানি পৌঁছে দেওয়া হচ্ছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন