ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপ দেশ মাদাগাস্কারে তরুণদের কয়েক সপ্তাহের বিক্ষোভের পর দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রেজোয়েলিনার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনীর একটি প্রভাবশালী ইউনিট। প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে দাঁড়িয়ে মঙ্গলবার সেনাবাহিনীর পারসোনেল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড টেকনিকাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসেস কর্পস (সিএপিএসএটি) ইউনিটের প্রধান কর্নেল মিকায়েল রান্দ্রিয়ানিরিনা বলেছেন, সামরিক বাহিনীই সরকার গঠন করে দেশ চালাবে, এবং দুই বছরের মধ্যে নির্বাচন দেবে। তিনি নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কার্যক্রমও স্থগিত ঘোষণা করেছেন, জানিয়েছে বিবিসি। ‘জেন-জি বিক্ষোভকারীরাও এ পরিবর্তনের অংশ হবে, কেননা আন্দোলনটি রাস্তায় সৃষ্টি হয়েছে, আমাদেরও তাদের দাবির প্রতি সম্মান দেখাতে হবে,’ বলেছেন রান্দ্রিয়ানিরিনা। প্রেসিডেন্ট রাজোয়েলিনার ক্ষমতাচ্যুতির খবরে গত মঙ্গলবার রাজধানী আন্তানানারিভোতে সেনা সদস্য ও বিক্ষোভকারীদের উল্লাস করতে দেখা গেছে, হাজারো মানুষকে জাতীয় পতাকা ওড়াতে দেখা গেছে। মাদাগাস্কারের সেনাবাহিনীর মধ্যে সিএপিএসএটিই সবচেয়ে প্রভাবশালী ইউনিট। ২০০৯ সালে রাজোয়েলিনা ক্ষমতায় আসার পর ইউনিটটি তাকে সমর্থন দিয়েছিল, কিন্তু শনিবার তারা বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন