শ্রীলঙ্কার একজন বিরোধী রাজনীতিবিদকে তার অফিসে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার ঘটনার পর পুলিশ জানিয়েছে, হত্যার পর বন্দুকধারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এএফপির প্রতিবেদন অনুসারে, উপকূলীয় শহর ওয়েলিগামার কাউন্সিল চেয়ারম্যান লাসান্থা বিক্রমাসেকারা (৩৮) নিজ অফিসে ভোটারদের সঙ্গে বৈঠক করছিলেন। ঠিক তখনই একজন বন্দুকধারী ভেতরে ঢুকে রিভলবার দিয়ে একাধিক গুলি চালায়। পুলিশ বলছে, হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। হত্যাকারীকে খুঁজে বের করার জন্য তদন্ত চলছে। বিক্রমাসেকারা বিরোধী দল সামাগি জানা বালাওয়েগায়া (এসজেবি) দলের সদস্য ছিলেন। ওয়েলিগামা কাউন্সিলের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতাসীন দলের সঙ্গে তীব্র ‘ক্ষমতার লড়াই’ চলছিল।
শ্রীলঙ্কায় এ বছর সহিংস অপরাধের সংখ্যা বেড়েছে। এর বেশির ভাগই মাদক চক্র এবং সংগঠিত অপরাধ। সরকারি পরিসংখ্যান অনুসারে, চলতি বছর ১০০টির বেশি গুলিবর্ষণে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে গত বছর প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের সরকার ক্ষমতায় আসার পর এটিই প্রথম কোনো রাজনীতিবিদ হত্যার ঘটনা। গত ফেব্রুয়ারিতে কলম্বোর একটি আদালত ভবনের ভেতরে আইনজীবীর পোশাক পরা এক বন্দুকধারী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছিল। তখন ঘটনাটি বেশ আলোচনায় আসে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন