তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। টিটিপি হলো একটি দেওবন্দি জিহাদি জঙ্গিগোষ্ঠী। তারা পাকিস্তানি তালেবান নামেও পরিচিত। এটি মূলত আফগান-পাকিস্তান সীমান্তের উভয় পাশজুড়ে সক্রিয়। প্রকাশ করা একটি ভিডিওতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে। ভিডিওতে এক শীর্ষ টিটিপি নেতাকে দেখা যায়। তাকে পাকিস্তানি সূত্রে কমান্ডার কাজিম হিসেবে দাবি করা হয়েছে। তিনি বলেছেন, ‘আপনি পুরুষ হয়ে থাকলে আমাদের মুখোমুখি হোন।’ ভিডিওতে ৮ অক্টোবর খাইবার পাখতুনখোয়ার কুররাম অঞ্চলে হওয়া এক হামলার কিছু দৃশ্য দেখানো হয়। টিটিপি ওই হামলায় ২২ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে দাবি করেছে; তবে সেনাবাহিনী নিহতের সংখ্যা জানিয়েছে ১১। ক্লিপে জব্দ করা গোলাবারুদ ও ধ্বংসস্তূপ দেখা যায়। কমান্ডার কাজিম ভিডিওতে আরও কটূক্তিমূলক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘যদি মায়ের দুধ পান করে বড় হয়ে থাকেন, সরাসরি আমাদের সঙ্গে লড়াই করুন।’ পাকিস্তানি কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্বসহকারে নিয়ে কাজিমকে ধরতে ১০ কোটি পাকিস্তানি রুপি পুরস্কার ঘোষণা করেছে। সামরিক ও নিরাপত্তা সূত্র বলছে, ঘটনাটির ফরেনসিক যাচাই চলছে এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকায় বন্দুকধারীরা একটি গাড়িতে গুলি চালিয়ে সরকারপন্থি এক মিলিশিয়া নেতাকে হত্যা করেছে। এ সময় গুলিতে ওই মিলিশিয়া নেতার সঙ্গে থাকা অন্য পাঁচজনকে হত্যা করে বন্দুকধারীরা। পরে তাদের দেহ পুড়িয়ে দেওয়া হয় বলে বৃহস্পতিবার দেশটির সরকারি এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন। বুধবার দেশটির খাইবার পাখতুনখোওয়া প্রদেশে ওই হত্যাকা-ের ঘটনা ঘটেছে। প্রতিবেশী আফগানিস্তানে ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের ওই অঞ্চলে সহিংসতা ব্যাপক বেড়েছে।
নাম প্রকাশ না করার শর্তে দেশটির জ্যেষ্ঠ এক প্রশাসনিক কর্মকর্তা এএফপিকে বলেছেন, বন্দুকধারীরা প্রথমে ওই মিলিশিয়া নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। এরপর তাদের গাড়িতে জ¦ালানি ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। তিনি বলেন, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে হামলাকারীরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে ছয়জনের দেহ একেবারে পুড়ে যায়। খাইবার পাখতুনখোওয়া প্রদেশে চাঞ্চল্যকর এই হত্যাকা-ের ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে ওই কর্মকর্তা বলেছেন, পাকিস্তানি তালেবান নামে পরিচিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ওই মিলিশিয়া নেতার কাছ থেকে চাঁদা দাবি করেছিল। তিনি তা দিতে অস্বীকার করায় প্রতিশোধ হিসেবে তাকে হত্যা করা হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন