বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০১:৩৯ এএম

কাবুলকে কড়া হুঁশিয়ারি

আফগানিস্তানকে ভারতের হাতের পুতুল বলল পাকিস্তান

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০১:৩৯ এএম

আফগানিস্তানকে ভারতের হাতের পুতুল বলল পাকিস্তান

আফগানিস্তান ইসলামাবাদের দিকে চোখ তুলে তাকালে চোখ উপড়ে ফেলা হবে বলে কাবুলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। তিনি অভিযোগ করে বলেছেন, আফগানিস্তান ভারতের হাতের পুতুল হয়ে পাকিস্তানে সন্ত্রাস ছড়াচ্ছে। আফগানিস্তানের রাজধানী কাবুলকে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বলেছেন, কাবুল ইসলামাবাদে আক্রমণ শাণাতে চাইলে তাদের বিরুদ্ধে ৫০ গুণ শক্তিশালী জবাব দেওয়া হবে।

মঙ্গলবার পাকিস্তানের জিও নিউজ প্রোগ্রাম ‘আজ শাহজেব খানজাদা কে সাথ’-এ কঠোর ভাষায় শান্তি বৈঠকে আফগান প্রতিনিধিদলের সমালোচনা করেন খাজা আসিফ। তুরস্কের ইস্তাম্বুলে গত শনিবার পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় দফা শান্তি আলোচনায় কোনো রফা হয়নি। এরপরই আসিফ আফগানিস্তান নিয়ে ওই অভিযোগ করার পাশাপাশি শান্তিচুক্তি থেকে বারবার পিছিয়ে আসার জন্য আফগান আলোচকদের নিন্দা করলেন। নয়াদিল্লি কাবুলকে নিয়ন্ত্রণ করছে বলেও তিনি অভিযোগ করেন। পাকিস্তানের পত্রিকা ‘দ্য ডন’ লিখেছেÑ আসিফের অভিযোগ, “গত চার দিনে অথবা গত সপ্তাহে যখনই আমরা কোনো চুক্তির কাছাকাছি পৌঁছেছি, আলোচকরা সেটি নিয়ে কাবুলকে জানানোর পরই, সিদ্ধান্তে হস্তক্ষেপ করা হয়েছিল এবং চুক্তিটি প্রত্যাহার করা হয়েছিল।’

তার কথায়, ‘আলোচনা ভেস্তে দেওয়ার চেষ্টা চলেছে। আমাদের কাছে চুক্তি ছিল। কিন্তু তারপর তারা কাবুলকে ফোন করে সিদ্ধান্ত থেকে পিছু হটাল।” পাকিস্তানি মন্ত্রী আফগান আলোচকদের সহযোগিতামূলক আচরণের প্রশংসা করেছেন এবং তারপর কাবুল নেতৃত্বের দিকে অভিযোগের তীর ছুঁড়েছেন। তিনি বলেন, ‘আমি তাদের (আফগান) প্রতিনিধিদলের প্রশংসা করব, কিন্তু কাবুলের যারা রশি টানছেন এবং পুতুলের নাটক মঞ্চস্থ করছেন, তারা দিল্লির নিয়ন্ত্রণে আছেন।’ আফগানিস্তানকে ঢাল হিসেবে ব্যবহার করে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ছায়া যুদ্ধে লিপ্ত রয়েছে বলেও দাবি করেছেন খাজা আসিফ। তিনি বলেন, কাবুল সরকারের কর্তৃত্বের অভাব আছে বলেই তার বিশ্বাস। আসিফ দাবি করেছেন, ‘ভারত তাদের পশ্চিম সীমান্তে পরাজয়ের ক্ষতিপূরণ কাবুলের মাধ্যমে করছে।

সেখানকার জান্তা (আফগানিস্তান) কয়েকজন ভারত সফরে গিয়ে তাদের মন্দির পরিদর্শন করেছেন। ভারত পাকিস্তানের সঙ্গে একটি কম তীব্র যুদ্ধে জড়াতে চায়। আর এর জন্য তারা কাবুলকে ব্যবহার করছে।’ আফগানিস্তানের সঙ্গে বৈরিতা আরও বাড়লে পাকিস্তানে তাদের হামলার হুমকির বিষয়ে কী বলবেন জিজ্ঞেস করা হলে আসিফ বলেন, ‘আফগানিস্তান ইসলামাবাদের দিকে তাকালে আমরা তাদের চোখ উপড়ে ফেলব। তারা সন্ত্রাসীদের ব্যবহার করতে পারে।

তারা ইতিমধ্যেই তা করেছে। গত চার বছর ধরে, তারা সন্ত্রাসীদের ব্যবহার করে আসছে।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তানে সন্ত্রাসবাদের জন্য কাবুল দায়ী, এতে কোনো সন্দেহ নেই। কাবুল দিল্লির হাতিয়ার। খোদা না করুন, যদি তারা ইসলামাবাদে হামলা করতে চায়, তাহলে আমরা সমুচিত জবাব দেব। ৫০ গুণ শক্তিশালী জবাব দেব।’ চলতি মাসের শুরুতে দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলা এবং পরে আফগান তালেবান সরকারের জবাবে দুই দেশের সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল।

 

রূপালী বাংলাদেশ

Link copied!