রিওর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি আলেমাও এবং পেনহা ফাভেলা (বস্তির) কমপ্লেক্সে প্রায় ২ হাজার ৫০০ নিরাপত্তাকর্মী এ অভিযানে অংশ নেন। রিওর প্রধান অপরাধীচক্র ‘কমান্ডো ভেরমেলহো গ্যাং’-কে লক্ষ্য করেই মূলত অভিযানটি চালানো হয়। জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০-এর সংশ্লিষ্ট বৈশ্বিক ইভেন্ট আয়োজনের ঠিক আগে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে পুলিশের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার একটি বড় মাদকচক্রকে লক্ষ্য করে চালানো এই অভিযানে নিহত হয়েছেন অন্তত ৬৪ জন। নিহতদের মধ্যে চারজন পুলিশ কর্মকর্তা। খবর রয়টার্সের।
রিওর গভর্নর ক্লদিও কাস্ত্রো এই বিপুলসংখ্যক মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। রিওর পূর্বের সবচেয়ে মারাত্মক পুলিশি অভিযানের চেয়ে দ্বিগুণেরও বেশি প্রাণহানির ঘটনা ঘটল এবার। রিওর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি আলেমাও এবং পেনহা ফাভেলা (বস্তির) কমপ্লেক্সে প্রায় ২ হাজার ৫০০ নিরাপত্তাকর্মী এ অভিযানে অংশ নেয়। রিওর প্রধান অপরাধীচক্র ‘কমান্ডো ভেরমেলহো গ্যাং’-কে লক্ষ্য করেই মূলত অভিযানটি চালানো হয়। গভর্নর কাস্ত্রো এটিকে ‘নার্কো-সন্ত্রাস’-এর বিরুদ্ধে দৃঢ় অবস্থান বলে অভিহিত করেছেন। গ্যাং সদস্যরা সাঁজোয়া গাড়ির গতি কমাতে গাড়ি পুড়িয়ে দেয়। থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন