আফগানিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। সোমবার (৩ নভেম্বর) আফগান কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। কয়েক মাস আগেই আরেকটি প্রাণঘাতী ভূমিকম্পে বিপর্যস্ত হয়েছিল দেশটি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, রাতের দিকে আঘাত হানা এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৩ এবং কেন্দ্রস্থল ছিল মাজার-ই-শরিফ শহরের কাছে, ভূপৃষ্ঠের ২৮ কিলোমিটার গভীরে। খবর দ্য ডনের। আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান সাংবাদিকদের জানান, নিহতের সংখ্যা ২০-এর বেশি এবং আহতের সংখ্যা ৩০০-এর বেশি। তবে এটি প্রাথমিক হিসাব বলে তিনি উল্লেখ করেন। তিনি সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুই প্রদেশÑবালখ ও সামাঙ্গানের পৃথক ক্ষয়ক্ষতির বিবরণ দেননি। মাজার-ই-শরিফের বহু বাসিন্দা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে সড়কে বের হয়ে আসেন। ভয় ছিল ভবন ধসে পড়তে পারে। ঘটনাস্থলে থাকা সংবাদদাতারা এসব দৃশ্য প্রত্যক্ষ করেন। শহরের বিখ্যাত ১৫০০ শতকের ঐতিহাসিক নীল মসজিদও (ব্লু মস্ক) ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে।
        
                            
                                    
                                                                
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন