ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় কালমায়েগিতে সবশেষ মৃতের সংখ্যা ১৪০ জন ছাড়িয়ে গেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ বন্যায় একটি প্রদেশে বিধ্বংসী প্রভাব পড়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার (৬ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জাতীয় বেসামরিক প্রতিরক্ষা অফিস ১১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সেবু প্রাদেশিক কর্তৃপক্ষ নতুন করে ২৮ জনকে মৃত ঘোষণা করেছে। আরও ১২৭ জন নিখোঁজ রয়েছে বলেও জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সেবু প্রদেশে নজিরবিহীন বন্যায় গাড়ি, নদীর ধারের ঝুপড়ি ঘরবাড়ি, এমনকি বিশাল জাহাজের কনটেইনার ভাসিয়ে নিয়ে যায়। ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিস জানিয়েছে, গতকাল বুধবার গ্রীষ্মম-লীয় ঘূর্ণিঝড়টি তা-ব শুরু করে। এর প্রভাবে প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৫ লাখ ৬০ হাজারেরও বেশি গ্রামবাসী বাস্তুচ্যুত হয়েছে। প্রায় ৪ লাখ ৫০ হাজার জনকে জরুরি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে, বিপর্যয়কর প্রভাব মোকাবেলা করার সময় দেশটির দুর্যোগ-প্রতিক্রিয়া কর্মকর্তারা সতর্ক করেছেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে আরও একটি গ্রীষ্মম-লীয় ঘূর্ণিঝড় একটি সুপার টাইফুনে পরিণত হতে পারে। এটি আগামী সপ্তাহের শুরুতে উত্তর ফিলিপাইনে আঘাত হানতে পারে।
তথ্যসূত্র: রয়টার্স

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন