যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যের ওপর বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার দুপুরে হোয়াইট হাউস থেকে এক ব্লক পরে হামলার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ দুজনের অবস্থাই গুরুতর। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। খবর বিবিসির।
ওয়াশিংটন ডিসি মেয়র মুরিয়েল বাউসার এটাকে ‘পরিকল্পিত গুলি’র ঘটনা বলে অভিহিত করেছেন। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) পরিচালক ক্যাশ প্যাটেল সাংবাদিকদের জানিয়েছেন, এ ঘটনায় একাধিক সংস্থা তদন্তে অংশ নিচ্ছে। গুলির ঘটনাকে ‘জাতীয় নিরাপত্তার বিষয়’ বলে অভিহিত করেছেন তিনি।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। তাকে ‘খুব চড়া মূল্য’ দিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা জেফ্রি ক্যারল জানান, হামলাকারী একজনই। ঘটনাস্থলেই তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আফগান নাগরিকদের অভিবাসনসংক্রান্ত সব আবেদন পর্যালোচনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৬ নভেম্বর) রাতে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) এ তথ্য জানায়। খবর রয়টার্সের। দেশটির রাজধানী ওয়াশিংটনে এক আফগান নাগরিক ন্যাশনাল গার্ডের দুই সৈনিককে গুলি করে গুরুতর আহত করার ঘটনার পর এ সিদ্ধান্ত নেওয়া হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ন্যাশনাল গার্ডদের ওপর গুলি চালানোর ঘটনাকে ‘সন্ত্রাসী কার্যক্রম’ আখ্যা দিয়েছেন। তিনি জানান, সন্দেহভাজন যে ব্যক্তিকে আটক করা হয়েছে, তিনি ২০২১ সালে আফগানিস্তান থেকে এসেছিলেন।
এর আগে বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা আফগান অভিবাসীদের পুনরায় যাচাই-বাছাই করার নির্দেশ দেন ট্রাম্প।
আফগান নাগরিকদের জন্য অভিবাসনসংক্রান্ত পরিষেবা বন্ধের ঘোষণা দিয়ে ইউএসসিআইএস এক এক্স পোস্টে লিখেছে, ‘আমাদের মাতৃভূমি এবং আমেরিকান জনগণের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ্য ও মিশন।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন