অ্যারিস্টোফার্মা লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান অ্যারিস্টো আই হসপিটালকে এমপ্লয়ি ব্যাংকিং সেবা দিতে হাসপাতালটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল সিএফএ এবং অ্যারিস্টো আই হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর আহমেদ ইমতিয়াজ হাসান। অনুষ্ঠানে অ্যারিস্টো আই হসপিটালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হাসপাতালটির চিফ এক্সিকিউটিভ অফিসার প্রফেসর মেজর জেনারেল (অব.) ড. কামরুল হাসান খান, হেড অব অপারেশন লেফটেন্যান্ট কর্নেল (অব.) ড. এ এইচ এম হাবিবুর রহমান এবং অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সের ডেপুটি ম্যানেজার নাবিল হাসান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন