আবাসন কমপ্লেক্সটির আটটি টাওয়ার ব্লকের মধ্যে সাতটিতেই আগুন ছড়িয়ে পড়েছিল। কর্মকর্তারা জানিয়েছেন, চারটি ব্লকের আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সন্ধ্যার মধ্যে বাকি ব্লকগুলোর আগুনও সম্পূর্ণরূপে নিভিয়ে ফেলার আশা করা হচ্ছে। হংকংয়ের তাই পো ডিসট্রিক্টের একটি বহুতল পাবলিক হাউজিং কমপ্লেক্সে লাগা ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৫৫। এ ঘটনায় এখনো ২৭০ জনেরও বেশি বাসিন্দা নিখোঁজ বলে জানা গেছে। খবর বিবিসি।
‘ওয়াং ফুক কোর্ট’ নামে পরিচিত আবাসন কমপ্লেক্সটির আটটি টাওয়ার ব্লকের মধ্যে সাতটিতেই আগুন ছড়িয়ে পড়েছিল। কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার পর ২৪ ঘণ্টার বেশি পেরিয়ে গেছে। এর মধ্যে চারটি ব্লকের আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সন্ধ্যার মধ্যে বাকি ব্লকগুলোর আগুনও সম্পূর্ণরূপে নিভিয়ে ফেলার আশা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গে এই ভয়াবহ অগ্নিকা-ের সূত্রপাত কীভাবে হলো এবং এর জন্য কে বা কারা দায়ী, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, সংস্কার কাজের সময় ভবনগুলো ঘিরে রাখা জাল এবং প্লাস্টিকের মতো দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল, যা আগুনকে দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করে থাকতে পারে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন