পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারেই আছেন এবং সুস্থ আছেন বলে জানিয়েছে দেশটির আদিয়ালা কারাগার প্রশাসন। বুধবার কারাগারে ইমরান খানের মৃত্যুর খবরটিকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন তারা। জিও নিউজের খবরে বলা হয়, প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, পিটিআইয়ের এই প্রতিষ্ঠাতাকে কারাগার থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়নি। কেবল নিরাপত্তাজনিত কারণেই তার সঙ্গে পরিবারের সদস্যরা দেখা করতে পারছেন না। তিনি সুস্থ আছেন। রাওয়ালপিন্ডি কারাগারের কর্মকর্তারাও একই বার্তা দিয়ে বিবৃতিতে দিয়েছেন। এতে বলা হয়, ‘তাকে (ইমরান খান) আদিয়ালা জেল থেকে সরিয়ে নেওয়ার খবর সম্পূর্ণ অসত্য। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং পূর্ণ চিকিৎসাসুবিধা পাচ্ছেন।’ পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ‘পিটিআই প্রতিষ্ঠাতা কারাগারে যে সুবিধা পাচ্ছেন, তা আমিও আগে বন্দি অবস্থায় পাইনি। তার জন্য যে খাবারের মেনু আসে, তা পাঁচতারকা হোটেলেও পাওয়া যায় না। তিনি কারাগারেও এতটাই সুবিধা পাচ্ছেন।
সেখানে তাকে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা হবে এমন চিন্তাও অযৌক্তিক।’ খাজা আসিফ দাবি করেন, পিটিআই প্রতিষ্ঠাতার কারাগারে একটি টেলিভিশন রয়েছে এবং তিনি যেকোনো চ্যানেল দেখতে পারেন। তার জন্য ব্যায়াম করার মেশিনও আছে। তিনি বলেন, ‘আমরা ঠান্ডা মেঝেতে ঘুমিয়েছি, জেলের খাবার খেয়েছি, আর জানুয়ারির শীতে আমাদের কাছে ছিল মাত্র দুটি কম্বল, গরম পানি ছিল না। তখনকার সুপারিনটেনডেন্ট আসাদ ওয়াররাইচ আমাদের সেল থেকে গিজার পর্যন্ত খুলে ফেলেছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন