সর্বশেষ অনুষ্ঠিত লাক্স চ্যানেল আই সুপারস্টার (২০১৮) বিজয়ী মিম মানতাসা। তাকে নাটক আর বিজ্ঞাপন চিত্রেই দেখা যায়। তা-ও তুলনামূলক কম। গত মাসে মুক্তি পেয়েছে তার নাটক সজল আহমেদের ‘নাইস টু মিট ইউ’। প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন দর্শক নাটকটি দেখেছে। অল্প কাজ করেও দর্শকের ভালোবাসা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মানতাসা।
নাটকে কম দেখা যাওয়ার কারণ জানতে চাইলে মিম রূপালী বাংলাদেশকে বলেন, ‘আমি ভালো চিত্রনাট্য পেলে কাজ করি। যেসব নাটকের চিত্রনাট্য আসে সেগুলো বেছে বেছে অভিনয় করছি। যাতে করে নাটকের সবকিছু ঠিকঠাক থাকে। ‘নাইস টু মিট ইউ’ খুবই ভালো কাজ ছিল। পাঁচ দিন শুটিং করেছি। অনেক চেষ্টা করেছি। সুন্দর কাজ করতে গেলে কষ্ট করতে হয়। দর্শকের প্রশংসা পেলে কষ্ট সার্থক হয়।’
তিনি যোগ করলেন, ‘আমি কাজ করার জন্য বসে আছি। যারা নিয়মিত নাটক নির্মাণ করছেন তারা হয়তো আমার কথা ভাবছেন না। আবার সব ধরনের কাজ মানসম্মত মনে হয় না।’
এর আগে গত বছর আরিফুর রহমানের ওয়েব সিরিজ ‘বাজি’তে অভিনয় করেছিলেন মিম মানতাসা। বছর পেরিয়ে সে কাজটি নিয়ে বললেন, ‘এ সিরিজে আমার চরিত্র বড় ছিল না। আমার অভিনয় দেখার পর নির্মাতা ও সহশিল্পীরা প্রশংসা করেছেন। যে কাজটিই করি, দর্শক আগ্রহ নিয়ে দেখে। আমি অনেক বেশি কাজ করিনি। যেটুকু করেছি তাতেই অনেক প্রশংসা পেয়েছি।’
মানতাসা জানালেন নিয়মিতই ওটিটিতে কাজের বিষয়ে বিভিন্ন জনের সঙ্গে কথা হয়। কিন্তু এখনো নতুন কোনো কাজে যুক্ত হননি তিনি। সিনেমার বিষয়ে জানতে চাইলে তার মন্তব্য, ‘একজন শিল্পী হিসেবে অবশ্যই সিনেমা করতে চাই। বড় পর্দায় কাজ করতে ভালো লাগবে। একসময় বাংলা সিনেমা নিয়ে আমরা হাসাহাসি করতাম। সে জায়গা থেকে বেরিয়ে এসেছি। দর্শক হলে গিয়ে সিনেমা দেখছে। খুব ভালো লাগে এটা দেখলে।’
চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পায় মিম মানতাসার নতুন বিজ্ঞাপনচিত্র। প্রাণ ম্যাংগো ফ্রুটের এ বিজ্ঞাপনচিত্র নিয়েও ইতিবাচক সাড়া মিলেছে। মিমের ভাষ্য, ‘আমার প্রত্যেকটা কাজের আলাদা আলাদা সাড়া পাই। প্রাণের বিজ্ঞাপন চিত্রটিতে সিনেমার আবহ ছিল। বড় বাজেটের কাজ ছিল। এর আগে পোলার আইসক্রিমের একটি বিজ্ঞাপনচিত্র করেছিলাম। সেটি দেখে দেশের কোনো কাজ মনে হয়নি। সিনেমার আদলে সেটি নির্মাণ করেছিলেন আদনান আল রাজিব। বিজ্ঞাপনে কাজ করতে গেলেও কষ্ট করতে হয়।’ নাটক ও বিজ্ঞাপন চিত্রের ব্যস্ততায় পরিবারের প্রতি ভীষণ কৃতজ্ঞ মিম মানতাসা। পরিবারে সহযোগিতা পাচ্ছেন বলে ভালো ভালো কাজ করতে পারছেন বলে জানালেন তিনি।