আজ বিকেল ৪টায় কেন্দ্রীয় শহিদ মিনারে মঞ্চায়ন হবে নিথর মাহবুব (মূকাকু)-এর একক মূকাভিনয়ের মূকনাট্য ‘রক্তে আগুন লেগেছে’। কেন্দ্রীয় শহিদ মিনারে গত বৃহস্পতিবার থেকে ‘চলছে জুলাই বিপ্লব নাট্য উৎসব-২০২৫’। উৎসবের স্লোগান ‘আমরা চলছি জুলাইয়ের পথ ধরে’।
আয়োজনে মহানগর নাট্য সংসদ সাহিত্য সংস্কৃতি কেন্দ্র। আজ এই উৎসবের শেষদিনে ‘রক্তে আগুন লেগেছে’সহ মোট ৪টি নাটক মঞ্চায়ন হতে যাচ্ছে বিকেল ৪টা থেকে।
১ ঘণ্টার বেশি সময়ের মূকাভিনয় প্রযোজনা ‘রক্তে আগুন লেগেছে’ দুটি অংশে বিভক্ত। আজকে শুধু প্রথম অংশটি মঞ্চায়ন হবে।
মূকাভিনয়, শব্দহীন ভাষায় বলে দেয় জীবনের সবচেয়ে উচ্চকিত প্রতিবাদ, সবচেয়ে নিঃশব্দ ভালোবাসা আর সবচেয়ে গভীর যন্ত্রণা। এ ব্যতিক্রমী শিল্পমাধ্যমকে কেন্দ্র করে বাংলাদেশে যে আন্দোলন ও অভ্যুত্থান ঘটে চলেছে তারই অনন্য এক উপস্থাপন রক্তে আগুন লেগেছে।
এটি লেখা, নির্দেশনা ও অভিনয় সবই তার নিথর মাহবুবের নিজের। তবে এটি কেবল একটি পারফরম্যান্স নয়, বরং সময়ের বাস্তবতা, প্রতিবাদ, বঞ্চনা ও আশার এক মৌন ভাষ্য।
এ মাইম শো-এর শিরোনামের গল্প গড়ে উঠেছে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে। একটি সময়, একটি তরঙ্গ, একটি জাতিগত চেতনা, এ আন্দোলন যেন সমাজের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে এক নির্ভীক উচ্চারণ হয়ে উঠেছিল। সেই সত্যকে নিথর মাহবুব তুলে ধরেছেন তার নিজস্ব ভাষায়, নির্বাকের ভাষায়। এটি অন্যায়ের বিরুদ্ধে মৌন চিৎকার, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা মানুষের মননচিত্র।
এ পারফরম্যান্স উৎসর্গ করা হয়েছে ২৪-এর আন্দোলনের সব যোদ্ধাদের। যারা অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছিল, কণ্ঠে আওয়াজ তুলেছিল এবং ইতিহাসের পাতায় নিজেদের জায়গা করে নিয়েছে। নিথর মাহবুব ও মাইম আর্টের পক্ষ থেকে এ শো যেন তাদের প্রতি এক নীরব শ্রদ্ধার্ঘ্য।
নেপথ্যে সহকারী নির্দেশনায় ফয়সাল মাহমুদ, মিউজিক পরিকল্পনা ও প্রয়োগে শুভাশীষ দত্ত তন্ময়। আলোক পরিকল্পনায় মোখলেস, মঞ্চে সার্বিক সহযোগিতায় লেমন।
উৎসবে আজকে আরও ৩টি নাটক পরিবেশন হবে। নাটক ‘৩৬ জুলাই’, দল: মহানগর নাট্য সংসদ, রচনা: শফিকুল ইসলাম রুবেল নির্দেশনা: এবিএম নোমান। নাটক ‘গারদের বন্দি’, দল: স্বাপ্নিক থিয়েটার, রচনা: হুসনে মোবারক, নির্দেশনা: এইচ এম তানভীর হাসান। নাটক: ‘শহিদেরা ফিরে আসে’, দল: বাংলা মটর থিয়েটার, রচনা: স্বজন জহির, নির্দেশনা: আব্দুল হাই সেলিম।