ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

গভীর রাতে হাতিরঝিলে ঋতুপর্ণাদের সংবর্ধনা দেবে বাফুফে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ১১:৫১ এএম
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি- সংগৃহীত

ইতিহাস গড়ে প্রথমবারের মতো নারী এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই ঐতিহাসিক অর্জনকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঋতুপর্ণা, মনিকাদের সংবর্ধনা দেবে আজ (রোববার) দিবাগত রাতে।

আজ মধ্যরাত আড়াইটায় রাজধানীর হাতিরঝিল এম্ফিথিয়েটারে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ দল মিয়ানমার থেকে থাইল্যান্ডে যাত্রাবিরতি দিয়ে রাত দেড়টায় ঢাকায় পৌঁছাবে।

এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাত আড়াইটায় সরাসরি হাতিরঝিলে আসবে পুরো দল।

এই তড়িঘড়ি আয়োজনের পেছনে একটি বিশেষ কারণ রয়েছে। দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ঋতুপর্ণা ও মনিকা চাকমা ভুটান লিগ খেলতে পরদিনই ঢাকা ছাড়বেন।

এছাড়াও আরও তিন ফুটবলার দুই দিন পর ভুটানের উদ্দেশে রওনা দেবেন। তাই পুরো দলকে একসঙ্গে সম্মান জানানোর উদ্দেশ্যেই বাফুফে আজ রাতেই এই সংবর্ধনার ব্যবস্থা করেছে।

উল্লেখ্য, গত সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতার পর বাফুফে নারী ফুটবল দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছিল।

তবে সাত মাস পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি। সম্ভবত সেই কারণেই, এশিয়া কাপ নিশ্চিত করা দলের জন্য বাফুফে এখনো কোনো আর্থিক পুরস্কারের ঘোষণা দেয়নি।