ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ১১:১৬ এএম
মেসির জোড়া গোল এবং দলের দুর্দান্ত পারফরম্যান্সে ৪-১ ব্যবধানে জয় তুলে নেয় মিয়ামি। ছবি- সংগৃহীত

লিওনেল মেসির জাদুকরি পারফরম্যান্সে চমক দেখাল ইন্টার মিয়ামি। রোববার ভোরে মন্ট্রিয়ালের মাঠে অনুষ্ঠিত ম্যাচে মেসির জোড়া গোল এবং দলের দুর্দান্ত পারফরম্যান্সে ৪-১ ব্যবধানে জয় তুলে নেয় মিয়ামি।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে মিয়ামি। মাঝমাঠে মেসির একটি ভুল পাস কুড়িয়ে নেন মন্ট্রিয়ালের প্রিন্স ওউসু। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া ওউসুর জোরালো শট মিয়ামির গোলরক্ষক অস্কার উস্তারির পায়ের ফাঁক গলে জালে জড়ায়।

প্রথম ১০ মিনিটে কোনো শটের সুযোগ না পেলেও ধীরে ধীরে গতি খুঁজে পায় মিয়ামি। ১৩তম মিনিটে কর্নার থেকে পাওয়া একটি দারুণ সুযোগ প্রতিহত করেন মন্ট্রিয়ালের গোলরক্ষক জনাথন সিরোয়া।

১৫ মিনিটে তিনি আবারও দুর্দান্ত সেভ করেন জর্ডি আলবার শট ঠেকিয়ে। ২০ এবং ২৭ মিনিটে সিরোয়ার আরও দুটি সেভ নিশ্চিত করে মন্ট্রিয়ালকে খেলায় রাখে। 

৩৩তম মিনিটে লিওনেল মেসির পাস থেকে তাদেও আলেন্দে দুর্দান্ত শটে স্কোরলাইন সমতায় ফেরান (১-১)। এরপর ৪০তম মিনিটে মেসি নিজেই গোল করে মিয়ামিকে এগিয়ে দেন। 

ডান পাশ দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে নিচু শটে বল জড়ান ফার কর্নারে।

দ্বিতীয়ার্ধে মিয়ামি আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৬০তম মিনিটে তেলাসকো সেগোভিয়া দুর্দান্ত এক শটে গোল করে ব্যবধান বাড়ান (৩-১)। এরপর ৬২তম মিনিটে ফের আলো ছড়ান মেসি।

মাঝমাঠ থেকে বল টেনে বক্সে ঢুকে একবার বল হারালেও দ্রুত তা পুনরুদ্ধার করে জালে পাঠান জোড়া গোল পূর্ণ করেন আর্জেন্টাইন মহাতারকা (৪-১)।

এই জয়ে ১৭ ম্যাচে ৯ জয় ও ৫ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল ইন্টার মিয়ামি। বিপরীতে ২১ ম্যাচে মাত্র ৩ জয় পাওয়া মন্ট্রিয়ালের সংগ্রহ ১৪ পয়েন্ট।