গোলে ফিরলেন মেসি, বিশাল জয় পেল মায়ামি
ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০১:১৪ পিএম
ইন্টার মায়ামি এক দুর্দান্ত প্রাক-মৌসুম ম্যাচে হন্ডুরাসের ক্লাব অলিম্পিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে। এই ম্যাচে মেসি নিজেও পেয়েছেন গোল এবং সহায়তা করেছেন আরও দুটিতে। এছাড়া, মায়ামির হয়ে আরও গোল করেছেন ফেদেরিকো রডোনডো, নোয়াহ অ্যালেন, লুইস সুয়ারেজ এবং রায়ান সেইলর।এদিন ম্যাচ শুরুর আগে, উত্তর হন্ডুরাসে ভূমিকম্প আঘাত হানে। যা মাত্রা ছিল...