চোটের কারণে অনিশ্চয়তা থাকলেও, লিওনেল মেসি এবং জর্দি আলবার দুর্দান্ত পারফরম্যান্সে লিগস কাপের সেমিফাইনালে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ইন্টার মিয়ামি।
মেসির জোড়া গোলের পাশাপাশি আরেকটি গোল করেন তেলেসকো সেগোভিয়া। এই জয়ের সুবাদে আগামী বছর কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলার যোগ্যতাও অর্জন করেছে হাভিয়ের মাশ্চেরানোর দল।
ম্যাচের শুরু থেকেই মিয়ামি দাপট দেখাতে থাকে। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে অপ্রত্যাশিতভাবে গোল হজম করে তারা।
অরল্যান্ডোর উইঙ্গার মার্কো পাসালিচ মিয়ামির ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকনের ভুল থেকে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন। ফ্যালকন হ্যান্ডবলের দাবি জানালেও রেফারি তা খারিজ করে দেন।
ম্যাচের ৭৫ মিনিটে মিয়ামি সমতায় ফেরে। বক্সের মধ্যে মিয়ামির উইঙ্গার তাদের আয়েন্দেকে ফেলে দেন অরল্যান্ডোর ডিফেন্ডার ডেভিড ব্রেকালো। এতে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে, এবং পেনাল্টি থেকে মেসি নিখুঁত শটে গোল আদায় করেন।
ম্যাচের ৮৮ মিনিটে যেন বার্সেলোনার সোনালি দিনগুলো ফিরে আসে। বাঁ প্রান্ত দিয়ে উঠে বক্সের মাথায় আলবাকে পাস দিয়ে সঙ্গে সঙ্গে বক্সে ঢুকে পড়েন মেসি।
আলবার নিখুঁত ফিরতি পাস থেকে বাঁ পায়ের শটে জালে বল পাঠান আর্জেন্টাইন মহাতারকা। মিয়ামির হয়ে এটি মেসির ৩৩ ম্যাচে ২৭তম গোল।
অরল্যান্ডোর দুঃস্বপ্ন এখানেই শেষ হয়নি। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে গোল করেন ভেনেজুয়েলান মিডফিল্ডার তেলেসকো সেগোভিয়া, যা মিয়ামির ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে।
ফাইনালে ইন্টার মিয়ামি লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি অথবা সিয়াটল সাউন্ডার্সের মধ্যে জয়ী দলের মুখোমুখি হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন