ইন্টার মিয়ামির তারকা ফুটবলার লিওনেল মেসি ডান পায়ের মাংসপেশির চোটে ভুগছেন। শনিবার লিগস কাপের ম্যাচে নেকাক্সার বিপক্ষে খেলার শুরুর মুহূর্তেই এই চোট পান আর্জেন্টাইন অধিনায়ক।
ক্লাব সূত্রে জানা গেছে, মাঠে পড়ে যাওয়ার পর থেকেই ডান পায়ে অস্বস্তি অনুভব করেন মেসি। পরীক্ষার পর তার ডান ঊরুর ওপরের অংশে হালকা চোট ধরা পড়ে।
আপাতত চিকিৎসা চলছে এবং পুরোপুরি সেরে ওঠার উপরই নির্ভর করছে তার মাঠে ফেরা।
চোট পাওয়ার পরপরই মেসিকে মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে ১১তম মিনিটে বদলি করে ফেদেরিকো রেডোন্ডোকে নামানো হয়।
তখনই মেসি ধীরে ধীরে হেঁটে সরাসরি ড্রেসিং রুমে চলে যান।
খেলার পর ইন্টার মিয়ামির কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, মেসি ব্যথা অনুভব করছেন না। তবে অস্বস্তি আছে, চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন।
মেসি পুমাসের বিপক্ষে বুধবারের ম্যাচে খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। ক্লাবের বিবৃতিতে জানানো হয়েছে, তার শারীরিক সাড়া দেখে ম্যাচে খেলার সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, নেকাক্সার বিপক্ষে ম্যাচটি টাইব্রেকারে জেতে ইন্টার মিয়ামি। তবে ম্যাচের শুরুতেই মেসির মাঠ ছাড়া নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
আপনার মতামত লিখুন :