অ্যাশেজ সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার পেস আক্রমণে পরিবর্তন এসেছে। জশ হ্যাজেলউড হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলন। এই চোটে দলে ডাক পেলেন মিচেল নেসার।
শেফিল্ড শিল্ডের ম্যাচে গত বুধবার হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছাড়েন হ্যাজেলউড ও অ্যাবট। সেদিনই স্ক্যান করানোর পর অ্যাবটের চোট ধরা পড়ে। প্রথম টেস্টের স্কোয়াডে তার না থাকা নিশ্চিত হয়ে যায়।
এদিকে তার পরিবর্তে দলে ডাক পাওয়া নেসার ইতিমধ্যেই দুটি টেস্ট খেলেছেন এবং যদি সব ঠিক থাকে, তিনি স্টার্ক ও বোল্যান্ডের সঙ্গে পেস আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
অস্ট্রেলিয়ার ঘরের মাঠে ২০১৪ সালের পর এমন পরিস্থিতি খুবই বিরল। তবে ২০২১ ও ২০২২ সালের অভিজ্ঞতা দেখিয়েছে, দল নতুন সাজে ও কিছু চ্যালেঞ্জ থাকলেও জয়ের পথে এগোতে সক্ষম।
অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট পার্থে ২১ নভেম্বর শুরু হতে যাচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া নতুন সম্ভাবনা ও শক্তি নিয়ে মাঠে নামতে প্রস্তুত।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন