ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্যতম বড় এবং অপ্রত্যাশিত ঘটনা ঘটল! আন্দ্রে রাসেলকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। ২০২৬ সালের মেগা নিলামের আগে এই সিদ্ধান্ত নিল দলটি।
২০১৪ সাল থেকে কেকেআর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন রাসেল। দলের অন্যতম ভরসা এই খেলোয়াড়কে ২০২৫ সালের নিলামের আগে ১২ কোটি টাকা রিটেনশন ফি দিয়ে ধরে রাখা হয়েছিল। তবে ২০২৬ সালের রিটেনশন উইন্ডোতে তাকে মুক্ত করে দেওয়া হলো।
৩৭ বছর বয়সী আন্দ্রে রাসেলকে টি-২০ ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে গণ্য করা হয়। তার বিদায়ের তাৎপর্য বুঝতে পারা যায় একটি পরিসংখ্যানে—আইপিএলের ইতিহাসে মাত্র দুজন খেলোয়াড় ২০০০-এর বেশি রান এবং ১০০ উইকেট পূর্ণ করেছেন, তার মধ্যে একজন হলেন রাসেল, অন্যজন রবীন্দ্র জাদেজা।
কাকতালীয়ভাবে, দুজনেই এবার তাদের পুরনো ফ্র্যাঞ্চাইজি থেকে বিদায় নিলেন বা ট্রেড হলেন।
রাসেল কলকাতার সাফল্যের অন্যতম স্থপতি। তিনি ২০১৪ এবং ২০২৪ সালের আইপিএল শিরোপা জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি ২০১৯ সালে 'প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট' নির্বাচিত হয়েছিলেন এবং সুনীল নারিনের পর কেকেআরের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ (১৬টি) 'প্লেয়ার অফ দ্যা ম্যাচ' পুরস্কার জিতেছেন।
ডেথ ওভারে তার বিধ্বংসী ব্যাটিংয়ের কারণে তিনি 'সিক্স-হিটিং মেশিন' হিসেবে পরিচিত। আইপিএলের ইতিহাসে তিনি সপ্তম সর্বোচ্চ (২২৩) ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন।
রাসেলকে ছেড়ে দেওয়ার ফলে কলকাতার হাতে ২০২৬ সালের নিলামের জন্য ৬৪.৩০ কোটি টাকার বিশাল বাজেট থাকল। তবে একাধিক ফ্র্যাঞ্চাইজি রাসেলকে ট্রেডের মাধ্যমে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন