সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মহিদপুর গ্রামের কৃতি সন্তান ও লন্ডনপ্রবাসী শাহ মো. ফয়ছল চৌধুরীর প্রতিষ্ঠিত শাহ মো. ফয়ছল চৌধুরী কল্যাণ ট্রাস্ট এক যুগে পদার্পণ করেছে।
শনিবার (১৫ নভেম্বর) বারহাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উন্নতমানের স্কুল ব্যাগ, নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী। ট্রাস্টের নির্বাহী সদস্য ছদীদুল হোসাইন আহমদের সঞ্চালনায় এবং ডা. ছাদিক আহমদ তাপাদারের স্বাগত বক্তব্যে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাসুদ আহমদ। ইসলামি সংগীত পরিবেশন করেন শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের শিক্ষার্থী ফখরুদ্দিন আহমদ মাহী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশীদ চাকসু মামুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)।
আরও উপস্থিত ছিলেন কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজাদ উদ্দিন, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার শুরা সদস্য অ্যাডভোকেট নিজাম উদ্দিন, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর রিপন আহমদ, বারহাল ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ফয়জুল ইসলাম চৌধুরী, সহসভাপতি রওশন আরা বেগম, জকিগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি এখলাছুর রহমান। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সমাজে অনেক সম্পদশালী মানুষ থাকলেও শাহ মো. ফয়ছল চৌধুরীর মতো মানবিক মানুষ খুব কমই পাওয়া যায়।’
তারা উল্লেখ করেন, প্রবাস জীবনের কঠোর পরিশ্রমের উপার্জিত অর্থ দিয়ে তিনি প্রতিষ্ঠা করেছেন এই কল্যাণ ট্রাস্ট, যা সমাজের অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাচ্ছে।
বক্তারা আরও বলেন, ‘শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, নগদ অর্থ ও সনদপত্র প্রদান তাদের উৎসাহিত করবে। তারা বড় হয়ে মানবিক ও সমাজের জন্য উপকারী মানুষ হিসেবে গড়ে উঠবে, ইনশাআল্লাহ।’
অনুষ্ঠানের শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন। এরপর ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যানের পক্ষ থেকে আগত অতিথিদের সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন