স্প্যানিশ ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে একটি আনুষ্ঠানিক লা লিগা ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে।
আগামী সোমবার রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) বৈঠকে বসে আলোচনা করবে ২০২৫ সালের ২০ ডিসেম্বর ভিয়ারিয়াল ও বার্সেলোনার মধ্যকার ম্যাচটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে আয়োজনের প্রস্তাব নিয়ে।
অনুমোদন পেলে এটি হবে কোনো বড় ইউরোপীয় লিগের প্রথম ম্যাচ, যা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।
কেন মিয়ামিতে ম্যাচ আয়োজনের ভাবনা?
ব্রিটিশ গণমাধ্যম দ্য অ্যাথলেটিক-এর তথ্য অনুযায়ী, লা লিগা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ম্যাচটি স্পেনের এস্তাদিও দে লা সেরামিকা থেকে সরিয়ে যুক্তরাষ্ট্রে নেওয়ার বিষয়ে আলোচনা করেছে।
যদিও অতীতে আরএফইএফ এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছিল। তবে সম্প্রতি ফিফা জাতীয় লিগের ম্যাচ বিদেশে আয়োজনের অনুমতি দেওয়ায় আবারও এই প্রস্তাব আলোচনায় এসেছে।
আগামী বোর্ড সভায় এই বিষয়টি থাকবে অন্যতম প্রধান আলোচ্যসূচি হিসেবে। অনুমোদন পেলে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে এবং বিষয়টি আরএফইএফ অ্যাসেম্বলিতেও উপস্থাপন করা হবে। এটি ভবিষ্যতে অন্যান্য লা লিগা ম্যাচ বিদেশে আয়োজনের পথ খুলে দিতে পারে।
লা লিগার জন্য মিয়ামিতে ম্যাচ আয়োজন যুক্তরাষ্ট্রের বাজারে তাদের অবস্থান আরও মজবুত করার কৌশলগত পদক্ষেপ। বিশেষ করে এ দেশে এফসি বার্সেলোনার বিপুল সমর্থকগোষ্ঠী রয়েছে।
মার্কিন ভক্তদের জন্য এটি হবে লামিন ইয়ামাল, রবার্ট লেভানদোভস্কি বা রোনাল্ড আরাউহোর মতো তারকাদের অফিসিয়াল ম্যাচে সরাসরি দেখার অনন্য সুযোগ।যেখানে তাদেরকে স্পেন পর্যন্ত ভ্রমণ করতে হবে না।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন