সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৭:১৪ পিএম

১৬ দিনেও খোঁজ নেই বাকলিয়ার ১৮ জেলের

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৭:১৪ পিএম

১৮ জন জেলে গভীর সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন। ছবি- সংগৃহীত

১৮ জন জেলে গভীর সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন। ছবি- সংগৃহীত

চট্টগ্রামের বাকলিয়া এলাকার ১৮ জন জেলে গভীর সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন। টানা ১৬ দিন পেরিয়ে গেলেও তাদের খোঁজ মিলছে না। এদিকে স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন।

পরিবারের সদস্যরা জানান, ১৩ সেপ্টেম্বর রাতে নতুন ফিশারিঘাট থেকে সাগরে যায় ‘এফবি খাজা আজমীর’ নামের ফিশিং বোটটি। এতে মালিক আলী আকবরসহ ১৮ জন মাঝিমাল্লা ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে স্ত্রী সেলিনা আক্তারের সঙ্গে আলী আকবরের শেষ কথা হয়। তিনি জানিয়েছিলেন, ‘ভোরের আগে অনেক দূরে চলে যাব, নেটওয়ার্ক পাবে না।’ এরপর থেকেই তার ফোনসহ বাকি জেলেদের মোবাইল বন্ধ রয়েছে।

সেলিনা আক্তার আরও বলেন, ‘প্রথমে ভেবেছিলাম, সাগরে নেটওয়ার্কের সমস্যা। কিন্তু ১০–১১ দিন কেটে যাওয়ার পরও কোনো খবর না পেয়ে দিশেহারা হয়ে পড়েছি। এখনো স্বামী ও বোটের সবাই নিখোঁজ। পুলিশও কোনো তথ্য দিতে পারেনি।’

গত ২৪ সেপ্টেম্বর সদরঘাট নৌ-থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সেলিনা। জিডিতে তিনি জানান, আলী আকবর (৪৯) দীর্ঘদিন ধরে মাছ ধরার ব্যবসায় জড়িত। তার মালিকানাধীন এফ-৯৭৫৪ নম্বর বোটের মাঝি আবু তাহের (৫৫), স্টাফ জামাল (৪৫), বাবুর্চি রুবেলসহ (৩৫) আরও ১৪ জন সাগরে গিয়েছিলেন।

সদরঘাট নৌ-থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘অভিযোগের ভিত্তিতে নিখোঁজ জেলেদের সন্ধানে তৎপরতা চলছে। দেশের প্রতিটি থানায় বার্তা পাঠানো হয়েছে। আমরা মোবাইল ট্র্যাকিংয়ে তাদের সর্বশেষ লোকেশন মহেশখালী পেয়েছি। এরপর তাদের আর লোকেশন পাওয়া যাচ্ছে না।’

Link copied!