বরগুনায় টাইফয়েড প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরতে কনসাল্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শিশু, কিশোর-কিশোরী ও নারীদের উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় বরগুনার মিডিয়া ব্যক্তিত্বদের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে এই কর্মশালাটি ইউনিসেফ-এর সহযোগিতায় জেলা তথ্য অফিস আয়োজন করে। বরগুনা জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এতে অংশগ্রহণ করেন।
ওয়ার্কশপে আলোচনা করা হয়, বর্ষা মৌসুমে ও দূষিত খাবার-পানির কারণে টাইফয়েডে আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। এ জন্য শিশু, কিশোর-কিশোরী ও নারীদের সুরক্ষায় টিকা গ্রহণ ও সচেতনতা বৃদ্ধির গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।
৯ মাস থেকে ১৫ বছর বয়সি শিশু-কিশোরদের আগামী ১২ অক্টোবর টিকা দেওয়ার জন্য জন্ম নিবন্ধন ডিজিট ব্যবহার করে অনলাইনে অন্তর্ভুক্তির ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া টিকা গ্রহণের বিষয়ে গুজব ছড়ানো এড়াতে গণমাধ্যমে সঠিক তথ্য প্রচারের গুরুত্বও গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ।
কর্মশালায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর সালেহ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ, সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, সাংবাদিক হাসানুর রহমান ঝন্টু-সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন