৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। পরীক্ষা আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ১,৪১৬ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের ৮৩১ জন প্রার্থী বিভিন্ন তারিখে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ে, সকাল ১০টায়।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের বিপিএসসি ফরম-১ (BPSC Form-1) কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পূরণ করতে হবে।
এই ফরম এবং বিজ্ঞপ্তিতে উল্লিখিত সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র, যেমন শিক্ষাগত যোগ্যতার সনদ, বয়স প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্র, সত্যায়িত ছবি, বিএমডিসি রেজিস্ট্রেশন সনদ ইত্যাদি মৌখিক পরীক্ষার দিন বোর্ডে জমা দিতে হবে। প্রার্থীদের পরীক্ষার অন্তত ৩০ মিনিট আগে উপস্থিত থাকতে হবে।
এ ছাড়া প্রার্থীদের বিপিএসসি ফরম-৩ (BPSC Form-3) অনলাইনে পূরণ করে এর দুই কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। কোনো প্রার্থীর কাছে ডাকযোগে সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না; প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট থেকে সাক্ষাৎকারপত্র ডাউনলোড করতে পারবেন। প্রয়োজনীয় প্রমাণপত্র ছাড়া মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হবে না।
বিপিএসসি প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন