ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংকে কাগজের শপিং ব্যাগের বিপরীতে মূল্য নেওয়া বন্ধ করার জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আড়ংয়ের নিয়মিত ক্রেতা উল্লেখ করে সোমবার (২৯ সেপ্টেম্বর) রেজিস্ট্রি ডাকে নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী নিশাত ফারজানা।
নোটিশটি প্রতিষ্ঠানটির করপোরেট কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক এবং মগবাজার আউটলেটের স্টোর ম্যানেজারের কাছে রেজিস্ট্রি ডাকের মাধ্যমে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর নোটিশদাতা আড়ংয়ের মগবাজার আউটলেটে কেনাকাটা করার সময় তিনি দেখেন, পণ্যসহ আগে ফ্রিতে পাওয়া যাওয়া কাগজের ব্যাগ এখন টাকা দিয়ে কিনতে হচ্ছে। বিল পেমেন্ট বুথে ‘আপনার প্রিয় আড়ং ব্যাগ এখন আরও অর্থবহ’ এ ধরনের লিফলেট বিতরণ করা হয়।
নোটিশদাতা অভিযোগ করেন, এই পদক্ষেপ গ্রাহকদের জন্য একধরনের চাপ সৃষ্টি করছে এবং এটি আড়ংয়ের মতো আন্তর্জাতিক মানের ব্র্যান্ডের জন্য অপ্রত্যাশিত।
আইনজীবী নিশাত ফারজানা বলেন, নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে যদি আড়ং কাগজের শপিং ব্যাগের জন্য মূল্য নেওয়া বন্ধ না করে, তবে তিনি উপযুক্ত আদালত ও কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহণ করবেন। নোটিশে বলা হয়েছে, বিষয়টি ভোক্তার অধিকার সংক্রান্ত এবং এ বিষয়ে পদক্ষেপ না নিলে ভোক্তা অধিকার আইনের আশ্রয় নেওয়া হবে।
নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, ব্যাগগুলোর আকার ছোট হওয়ায় একের অধিক পণ্য ক্রয়ে গ্রাহককে অতিরিক্ত ব্যাগ কিনতে হয়। ফলে সাধারণ আয়ের মানুষের জন্য এটি আর্থিকভাবে চাপ তৈরি করে। এ ছাড়া এই পরিবর্তনের আগে গ্রাহকদের মতামত নেওয়া হয়নি, যা সামাজিক মাধ্যমসহ বিভিন্ন আউটলেটে অসন্তুষ্টি প্রকাশের কারণ হয়েছে।
আইনজীবী নিশাত ফারজানা বলেন, আড়ং হলো দেশের একটি জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড। ফ্রিতে ব্যাগ না দিয়ে টাকা নেওয়া এবং পরিবেশ সচেতনতার নামে এটি প্রচার করা গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও অসদাচারের পরিচয় বহন করে। নোটিশে বলা হয়েছে, যদি আড়ং এই ধরনের উদ্যোগকে CSR তহবিল বা অন্যান্য উৎস থেকে অর্থায়ন করত, তবে প্রতিষ্ঠানটি আরও প্রশংসিত হতো।
নোটিশে উল্লেখ আছে, সবুজায়ন উদ্যোগে সাধারণ মানুষের প্রতি সংবেদনশীলতা দেখানো সম্ভব। কিন্তু পণ্য বিক্রয়ের লাভ থেকে ব্যাগ বিক্রি করে তা পরিবেশ রক্ষার নামে প্রদর্শন করা অসদাচার ও অসৎ ব্যবসায়িক মানসিকতার পরিচয় বহন করে। আড়ংয়ের এই পদক্ষেপের কারণে গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে এবং এটি প্রতিষ্ঠানটির সুনামকে প্রভাবিত করতে পারে।
নিশাত ফারজানা বলেন, আড়ং গ্রাহক যে ধরনের কেনাকাটা করে—পরিবারের দৈনন্দিন প্রয়োজন থেকে শুরু করে উপহার দেওয়াসহ সব ক্ষেত্রেই আড়ং একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। কাগজের শপিং ব্যাগ টেকসই নয়, তাই এটি ফ্রিতে দেওয়া ছাড়া কোনো ব্যবসায়িক মানসিকতা গ্রহণযোগ্য নয়। তিনি আশা প্রকাশ করেছেন, আড়ং ভবিষ্যতে এমন পদক্ষেপ গ্রাহক সচেতন ও সংবেদনশীলভাবে গ্রহণ করবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন