চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জাল দলিল সৃজন করে ভুয়া নামজারি করার অভিযোগে এক আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২৯ সেপ্টেম্বর) তিনি আদালতে জামিনের আবেদন করলে তা নাকচ করে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন। চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২-এর বিচারক নাজমুন নাহার এই আদেশ দেন।
আওয়ামী লীগ নেতার নাম ইদ্রিস প্রকাশ তুফান (৫০)। তিনি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাদেক নগর এলাকার শরফু উদ্দিনের ছেলে এবং ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সভাপতি। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট নুরুল হক জানান, ‘গ্রেপ্তার তুফান ও তার ভাই শাহ আলম (৪৮) আপনার ফুফু ও একমাত্র বোনকে পৈত্রিক সম্পত্তি থেকে বাদ দিয়ে জাল দলিল তৈরি করেন, সেই দলিল দিয়ে ভুয়া নামজারি করে কিছু জমি বিক্রি করেছেন। ফুফাতো ভাই সৌদি প্রবাসী আবদুল সাত্তার দীর্ঘ ২৮ বছর পর দেশে ফিরে এই জালিয়াতি লক্ষ করেন এবং ওয়ারিশদের পক্ষে মামলা করেন।’
নুরুল হক আরও বলেন, ‘সিআইডির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত পরোয়ানা জারি করেন এবং জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এরকম জালিয়াতির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে হতে পারে।’
অভিযুক্তদের একমাত্র ভাগিনা কামাল তামিম বলেন, ‘আমার মা শাহজাহান বেগম তাদের একমাত্র বোন। তারা আমাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছে। জাল দলিল তৈরি করে অনেক জায়গা বিক্রি করেছেন। ভূমি অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজশে খতিয়ান নম্বরও মুছে দেওয়া হয়েছে। আমরা আদালতের মাধ্যমে ন্যায্য বিচার চাই।’
স্থানীয় বাসিন্দা সৌদি প্রবাসী মো. ইকবাল বলেন, ‘ইসলামপুর রাজানগরে একাধিক জালিয়াতি চক্র সক্রিয়। তারা জাল দলিল তৈরি করে ভুল নামজারি করিয়ে শত শত মানুষকে কষ্ট দিচ্ছে। নতুন বাংলাদেশে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা এখন সময়ের দাবি।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন