শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ সোহেল-উস-সামাদ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তিনি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের রত্না চা বাগান পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় জনসচেতনতা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, জুড়ী থানার ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়া, বিয়ানীবাজার ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টারসহ পূজা উদযাপন কমিটির সভাপতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে একই ইউনিয়নের এলাপুর চা বাগান পূজামণ্ডপ পরিদর্শন করা হয়। এ সময় তিনিও সংশ্লিষ্ট কমিটির সঙ্গে মতবিনিময় করেন এবং নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য বিজিবি ও প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন