চট্টগ্রামের পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নয়ন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে খরনা রেলস্টেশন অতিক্রম করার পর চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের মুরাদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন উপজেলার খরনা ইউনিয়নের আবুল কাশেমের ছেলে। স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নয়নের মৃত্যু হয়। এ সময় তার শরীর থেকে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পটিয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ পাভেলও ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পর্যটক এক্সপ্রেসে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন