তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম আশাবাদ ব্যক্ত করেছেন, সাংবাদিকদের অধিকার রক্ষার লক্ষ্যে শিগগিরই ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়ন করা হবে। তিনি বলেন, ‘আমি আইনের ১৮টি খসড়া সংস্করণ পেয়েছি এবং সেগুলো মন্ত্রিসভায় উপস্থাপনের সুপারিশ করেছি।’ গত রোববার নগরীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ এবং অভিযোগ: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সংলাপ অধিবেশনে সম্মানিত অতিথির বক্তব্যে এ কথা বলেন তথ্য উপদেষ্টা। গণমাধ্যম সম্পর্কিত সংস্কার নিয়ে আলোচনার জন্য সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এ সংলাপের আয়োজন করে।
মিডিয়া সংস্কারের অংশ হিসেবে মাহফুজ আলম বিটিভি এবং বাংলাদেশ বেতারকে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে একীভূত করার প্রস্তাব করেছিলেন। কিন্তু কর্মীদের সমন্বয় এবং স্টেকহোল্ডারদের প্রভাবের কারণে জটিলতা দেখা দিয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, বিজ্ঞাপনের হার বৃদ্ধির ফলে মিডিয়া হাউস মালিকরা উপকৃত হলেও, সাংবাদিকদের জন্য প্রকৃত সুবিধা নিয়ে প্রশ্ন রয়েছে। ‘সাংবাদিকরা আসলে কী পাচ্ছেন? মালিকদের কাছে এর কোনো উত্তর নেই,’ তিনি বলেন। মাহফুজ আলম বলেন, তার মেয়াদে কোনো মিডিয়া হাউস বন্ধ হয়নি, তবে ৭২ থেকে ৭৫ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন এবং তিনি এ সমস্যাগুলো সমাধানের জন্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছেন।
অন্য অতিথির মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এস এম শামীম রেজা, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল জি-৯ এর সাধারণ সম্পাদক ড. শাখাওয়াত হোসেন সায়ন্ত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী মহাসচিব এবং মিডিয়া ও প্রচার দলের প্রধান অ্যাডভোকেট আহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আব্দুল¬াহ কাফি রতন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা মিলি, এনসিপির প্রধান যুগ্ম সংগঠক ও চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়কারী জুবায়েরুল হাসান আরিফ, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম আব্দুল¬াহ, ফ্রিল্যান্স সাংবাদিক কাজী জেসিন এবং দ্য ডেইলি স্টারের সিনিয়র সাংবাদিক জাইমা ইসলাম। অধিবেশনটি পরিচালনা করেন সিজিএসের সভাপতি জিল্লুর রহমান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন