শারজাহর সবুজ মাঠে সোমবার ইতিহাস গড়ল নেপাল ক্রিকেট দল। দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৯০ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে নিশ্চিত করল প্রথমবারের মতো কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সিরিজ জয়।
প্রথম ম্যাচে জয় পেয়েই ইতিহাসের সূচনা করেছিল রোহিত পৌডেলরা। দ্বিতীয় ম্যাচে সেটিকে আরও রঙিন করল তারা। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতে বিপাকে পড়লেও আসিফ শেখ ও সন্দীপ জোরার জুটিতে ঘুরে দাঁড়ায় নেপাল।
৩৯ বলে ৬৩ রান করেন জোরা, যেখানে ছিল পাঁচটি ছক্কা ও তিনটি চার। অপরপ্রান্তে অপরাজিত থাকেন আসিফ। তিনি খেলেন ৪৭ বলে ৬৮ রানের ইনিংস, যাতে ছিল আটটি চার ও দুটি ছক্কা। তাদের ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে নেপাল সংগ্রহ করে ১৭৩/৬। ম্যাচসেরার পুরস্কার পান আসিফ শেখ।
জবাবে ব্যাট হাতে ভরাডুবি হয় ওয়েস্ট ইন্ডিজের। নেপালের বোলারদের দাপটে ১৭.১ ওভারে অলআউট হয়ে যায় মাত্র ৮৩ রানে। মোহাম্মদ আদিল আলম একাই নেন ৪ উইকেট। কুশল ভুর্তেল পান ৩টি উইকেট, আর ললিত রাজবংশী, দিপেন্দ্র সিং আইরি ও করণ কেসি পান একটি করে উইকেট।
ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ২১ রান আসে অভিজ্ঞ জেসন হোল্ডারের ব্যাট থেকে। বাকিরা দাঁড়াতেই পারেননি।
আগামীকাল মঙ্গলবার শারজাহতেই অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। তবে তার আগেই নেপালের ক্রিকেট ইতিহাসে যোগ হলো সবচেয়ে বড় অর্জন-পূর্ণ সদস্য কোনো দেশকে হারিয়ে সিরিজ জয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন