হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাট সীমান্তে কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ১৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি পূজামণ্ডপগুলোতে টহল জোরদার করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা সদরের মোগলহাট ইউনিয়নের দুড়াকুটি দক্ষিণপাড়া দুর্গামন্দির পরিদর্শন করেন ১৫ বিজিবির অধিনায়ক মেজর মেহেদী ইমাম।
এ সময় তিনি জানান, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহলও পরিচালিত হচ্ছে। চলাচলরতদের ওপর সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে বিজিবির স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। তারা টহলের পাশাপাশি বিভিন্ন মন্দির পরিদর্শনও করছেন।
তিনি বলেন, ‘উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি নিরলসভাবে কাজ করছে।’
মেজর মেহেদী ইমাম আরও বলেন, ‘বিজিবি সবসময় জাতীয় শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ। জনগণ যেন নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারে, সে লক্ষ্যে বিজিবি স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে।’
তিনি জানান, তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলার পাশাপাশি একটি বিশেষ সুরক্ষা অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিজিবি সর্বদা সতর্ক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন