ইন্টার মিয়ামির প্রধান কোচ হাভিয়ের মাসচেরানো নিশ্চিত করেছেন, অরল্যান্ডো সিটির বিপক্ষে দলে থাকছেন না লিওনেল মেসি। ব্যস্ত সূচি সামনে রেখে ‘বড় ঝুঁকি’ এড়াতে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব।
ম্যাচটি আজ রোববার রাতে অনুষ্ঠিত হবে অরল্যান্ডোর ইন্টার অ্যান্ড কো স্টেডিয়ামে।
গত ২ আগস্ট লিগস কাপের নেকাক্সার বিপক্ষে ম্যাচে ডান পায়ের পেশিতে চোট পান মেসি। ওই ম্যাচেই তাকে মাঠ ছাড়তে হয়। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল, তার ফেরার সময় নির্ভর করবে চিকিৎসার অগ্রগতির ওপর।
শনিবার (১০ আগস্ট) মাসচেরানো সাংবাদিকদের বলেন, লিও আগামীকাল খেলবেন না। তিনি এখন ঠিক আছেন, তবে সামনে যে ব্যস্ত সূচি আছে, সেই বিবেচনায় অরল্যান্ডোতে নিয়ে যাওয়া পাগলামি হবে। আমরা আশাবাদী, তিনি শিগগিরই দলে ফিরবেন।
ইন্টার মিয়ামি রবিবার অরল্যান্ডো সিটির মুখোমুখি হবে, এরপর ১৬ আগস্ট লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে আতিথ্য দেবে। তিন দিন পরই লিগস কাপের কোয়ার্টার ফাইনাল খেলবে দলটি।
গ্রুপ পর্বে তিন ম্যাচে আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে নকআউট পর্বে ওঠে মিয়ামি। পুমাস ও আটলাসের বিপক্ষে জয় এবং নেকাক্সার বিপক্ষে ২-২ ড্রয়ের পর পেনাল্টি শুটআউটে জিতে অতিরিক্ত এক পয়েন্ট পেয়ে তারা শেষ আট নিশ্চিত করে।
কোয়ার্টার ফাইনালে ২০ আগস্ট মুখোমুখি হবে মেক্সিকোর শক্তিশালী টাইগ্রেস ইউএএনএলের সাথে।
টাইগ্রেস নিয়ে মাসচেরানো বলেন, তারা দারুণ একটি দল, তারা গতরাতে পুয়েবলাকে হারিয়ে সেটা প্রমাণ করেছে। তারা সবসময় লিগ ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ সাফল্যের জন্য লড়ে।
তিনি আরও বলেন, আমরা জিততেই খেলি, এবং সব ম্যাচ জিততে চাই। ১২টি এমএলএস ম্যাচ বাকি আছে, সেগুলো জেতার চেষ্টা করব। লিগস কাপের তিনটি ম্যাচ খেলার সুযোগ পেলে, সেগুলোও জেতার লক্ষ্য থাকবে।
আমাদের দায়িত্ব হলো, প্রতিটি ম্যাচে জয় নিশ্চিত করা।
আপনার মতামত লিখুন :