দীর্ঘদিনের ব্যর্থতার বৃত্ত ভেঙে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ বাঁচানো ম্যাচে দুর্দান্ত এক জয়ের পর আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ উপরে উঠে এসেছে টাইগাররা।
৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ১০ম স্থানে নেমে যাওয়া মেহেদী হাসান মিরাজের দল এখন ৯ নম্বরে। এই জয় শুধু সিরিজে সমতাই আনেনি, বরং র্যাঙ্কিংয়েও এনে দিয়েছে সুসংবাদ।
আইসিসি প্রতি বছর মে মাসে সর্বশেষ এক বছরের পারফরম্যান্সকে শতভাগ এবং তার আগের দুই বছরের ফলের ৫০ শতাংশ বিবেচনা করে র্যাঙ্কিং হালনাগাদ করে।
সেই হিসেবেই শ্রীলঙ্কার বিপক্ষে শনিবারের ১৬ রানের জয় বাংলাদেশের ঝুলিতে যোগ করেছে দুটি গুরুত্বপূর্ণ রেটিং পয়েন্ট। যা তাদের নবম স্থানে ফিরিয়ে আনতে সাহায্য করেছে।
এই জয়ের ফলে শ্রীলঙ্কা পয়েন্ট হারিয়েছে এবং তারা র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে নেমে গেছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ নেমে গেছে ১০ নম্বরে।
বর্তমানে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ভারত। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।