রংধনুতে কী কী রং থাকে?
উত্তর: লাল, কমলা, আকাশি (নীল), হলুদ, সবুজ, নীল, বেগুনি।
এক সপ্তাহে কয়টি দিন আছে?
উত্তর: ৭ দিন।
আমরা যে গ্রহে বাস করি তার নাম কি?
উত্তর: পৃথিবী।
পৃথিবীর পাঁচটি মহাসাগরের নাম বলতে পারো?
উত্তর: প্রশান্ত, আটলান্টিক, ভারত, আর্কটিক এবং দক্ষিণ মহাসাগর।
মৌমাছি কি তৈরি করে?
উত্তর: মধু তৈরি করে।
পৃথিবীতে কয়টি মহাদেশ আছে?
উত্তর: ৭টি। যেমনÑ এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়া।
বিশ্বের বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী কোনটি?
উত্তর: নীল তিমি।
শীতের পরে কোন ঋতু আসে?
উত্তর: বসন্ত।
গাছপালা কোন গ্যাসে শ্বাস নেয়?
উত্তর: কার্বন-ডাই অক্সাইড।
পানির স্ফুটনাঙ্ক কত?
উত্তর: ১০০ ডিগ্রি সেলসিয়াস (২১২ ডিগ্রি ফারেনহাইট)।
ইংরেজি বর্ণমালায় কয়টি অক্ষর আছে?
উত্তর: ২৬টি
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি?
উত্তর: ওয়াশিংটন, ডিসি
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন