ঢাকা মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫

হরেক রকম ভাবনা

আতিক আজিজ
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৯:১৩ এএম
হরেক রকম ভাবনা 

ছড়া
হরেক রকম ভাবনা 
আতিক আজিজ 

বৃক্ষ ভাবে পলির মতো 
চন্দ্র ভাবে তারার- 
গন্ধ ভাবে শিশুর মতো 
মেঘ কি ভাবে হারার? 

পশম ভাবে শীতের মতো
রেশম ভাবে গুটির- 
ইলিশ ভাবে স্রোতের মতো
কাক কি ভাবে জুটির? 

অন্ধ ভাবে ছবির মতো
কাগজ ভাবে কালির- 
স্বপ্ন ভাবে ঘুমের মতো 
পথ কি জোড়াতালির? 

মা-ও ভাবে সবুজ-লালে 
এক উঠানের আয়না-
হাজার দিনের ঘষা মাজায়
ফর্সা কেন হয় না? 
তালের রস
মজনু মিয়া 

তাল কুড়িয়ে এনেছিলাম 
ভোর বেলাতে গিয়ে, 
তাল চিপিয়ে রস করেছে 
জ্বাল দেবে দুধ দিয়ে। 

রস খেতে যে ভীষণ প্রিয় 
ভারি মজা লাগে,
আদর করে মায়ে বেশি  
রাখে আমার ভাগে।

তাল রসের ওই মজার খাবার 
মুড়ি দিয়ে মেখে,
খেতে মজা কী যে ভালো 
দেখ একবার চেখে।