ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

পাখির রাজা

নকুল শর্ম্মা
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০১:৪৫ এএম

পাখির রাজা
নকুল শর্ম্মা

ঈগল পাখি ঈগল পাখি 
মস্ত দুটো ডানা,
শক্তি সাহস আছে দাপট 
সবাইকে দেয় হানা।

আকাশ জুড়ে বেড়ায় ঘুরে
উড়তে নেইকো মানা,
পাখির রাজা নামটি যে তার
সবার আছে জানা।

শৃগাল কুকুর ভয়ে পালায়
দেখলে তারই ছায়া,
সাপ কবুতর সবই যে খায়
নেইকো কোনো মায়া।

রাজার বেশে রাজ পাখিটার
নজর যে তার কড়া,
আস্ফালনে পাখা মেলে
কাজটি শিকার ধরা।