ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

রূপসী বাংলা

সাঈদুর রহমান লিটন
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০১:৪৮ এএম

রূপসী বাংলা
সাঈদুর রহমান লিটন

কিচিরমিচির পাখির ডাকে
ভোরে ভাঙ্গে ঘুম,
চারিদিকে শীতল পরশ
ধোঁয়ায় দিচ্ছে চুম।

শিশু হাসে মায়ের কোলে
চাঁদের সাথে মিল,
মায়ের মতো এত উদার
আর কারো নাই দিল।

প্রভাত বেলা দূর্বাঘাসে
শিশির ঝরা নীর,
সূর্যকিরণ নদীর জলে
শোভা বাড়ায় তীর।

সোনার ধানে লাগছে দোলা
ঝিলিক লাগা মাঠ,
উচ্চৈঃস্বরে অবুঝ বালক
পড়ে যাচ্ছে পাঠ।

সবুজ শ্যামল গাঁয়ের মাঝে
মন মাতানো রূপ,
বাংলা মায়ের রূপের মোহে
সকল মানুষ চুপ।