হেমন্ত এলো 
শাহীন সুলতানা 
সোনা ধান মাঠ জুড়ে 
গায় পাখি সুরে সুরে
আঁটি বাঁধে চাষি,
ঘুঘু ডাকে গাছে গাছে
কৃষানির মন নাচে
লেগে থাকে হাসি।
মেঘহীন নীলাকাশে
খিলখিল রোদ হাসে
বাতাসের খেলা,
সোনালি ধানের খেতে 
মৌমাছি ওঠে মেতে
পাখিদের মেলা।
চারিদিকে সুর বাজে
সকাল-বিকাল-সাঁঝে
সাজে নদীকূল, 
চালতার বনে বনে
ফিঙে ডাকে ক্ষণে ক্ষণে
হাসে ঝিঙেফুল। 

