সোমবার, ০৭ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ১০:১৩ এএম

১৮ মাসের কাজ দুই মাসেই বন্ধ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ১০:১৩ এএম

১৮ মাসের কাজ  দুই মাসেই বন্ধ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল-রাজবাড়ী আঞ্চলিক সড়ক সংস্কার প্রকল্পে ভয়াবহ অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ উঠেছে। ১৮ মাসের প্রকল্প হলেও কাজ শুরুর মাত্র দুই মাসের মাথায় উধাও হয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান মোস্তফা জামান প্রাইভেট লিমিটেড। এর পর থেকে কাজ বন্ধ থাকায় এই গুরুত্বপূর্ণ সড়কে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ২ দশমিক ২২ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ পায় কুমিল্লার প্রতিষ্ঠান মোস্তফা জামান প্রাইভেট লিমিটেড। ২০২৩ সালের ডিসেম্বরে কাজ শুরু হয় এবং ২০২৫ সালের ৫ জুনের মধ্যে শেষ করার সময়সীমা নির্ধারিত ছিল। কিন্তু গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন গা-ঢাকা দেয়। তারা সড়কের পুরো অংশে ইটের খোয়া বিছিয়ে রেখে চলে যায়। এর ফলে সড়কে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়ে বৃষ্টির পানি জমে চলাচলে চরম ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। নাচোল সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ‘গত বছরের আগস্টের আগে ঠিকাদারি প্রতিষ্ঠান মাত্র দুই মাস কাজ করে চলে যায়। এরপর যন্ত্রপাতি নিয়ে এলেও তারা কাজ শুরু করেনি।’ স্থানীয় বাসিন্দা নাইম সাদিক বলেন, ‘এই সড়কটি শুধু নাচোল নয়, নিয়ামতপুরসহ আশপাশের হাজারো মানুষের চলাচলের প্রধান পথ। এখন এটি বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে।’ ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক লিটন আলী বর্তমানে বিদেশে পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে সাব-ঠিকাদার প্রতিষ্ঠান জাকারিয়া এন্টারপ্রাইজের জাকারিয়া হোসেন বলেন, ‘বেসিক প্লান্ট মেশিন না পাওয়া ও আবহাওয়ার কারণে কাজ বিলম্ব হয়েছে। আমরা এলজিইডির দপ্তরে সময় বাড়ানোর আবেদন করেছিলাম। তারা চার মাস সময় দিয়েছে, এর মধ্যে কাজ শেষ করতে হবে।’ তবে স্থানীয়রা বলছেন, নির্ধারিত সময় পার হওয়ার পরও কাজ থেমে থাকায় তাদের মাঝে সংশয় বিরাজ করছে, আদৌ কি সড়কটি সংস্কার হবে?

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!