‘মাইক্রো-ক্রেডেনশিয়ালের মাধ্যমে ভবিষ্যতের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যের ওপর ভিত্তি করে ডিআইইউ মাইক্রো-ক্রেডেনশিয়াল একাডেমির উদ্যোগে এবং বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি অনুষদের সহযোগিতায় গতকাল শনিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আন্তর্জাতিক সম্মেলনকক্ষে ডিআইইউ মাইক্রো-ক্রেডেনশিয়াল দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নির্বাহী মহাপরিচালক রিয়াজুল লতিফ চৌধুরী প্রধান অতিথি হিসেবে ডিআইইউ মাইক্রো-ক্রেডেনশিয়ালস ডে-২০২৫-এর উদ্বোধন করেন।